‘কারাবন্দি ডলারের মৃত্যু রহস্যজনক’

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৬, ০৩:০৫

জাগরণীয়া ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার মারা গেছেন। তার এই মৃত্যু রহস্যজনক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘কারাগারে গউসুল আজম ডলারের মৃত্যু বেদনাদায়ক। সরকারের দুঃশাসনের করাল গ্রাসে কারাগারে আটক বিএনপি নেতাকর্মীরা প্রায়ই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, যা রহস্যজনক। সরকারি নিপীড়নের ফলে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই বন্দিদশায় তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘গউসুল আজম মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রজীবন থেকেই সব স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও লড়াই সংগ্রামে যে ভূমিকা পালন করেছিলেন তা এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং সমাজসেবককে হারালো যার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।’   

খালেদা জিয়া মরহুম গউসুল আজম ডলারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত