আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টায় আটক ১
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৬, ১৫:১৬
জাগরণীয়া ডেস্ক
ঢাকার আশুলিয়ায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক যুবককে আটক করেছে পুলিশ। মেয়েটি চতুর্থ শ্রেণির ছাত্রী।
আশুলিয়া থানার এসআই ইবনে ফরহাদ জানান, শনিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মোহাম্মদ সম্রাট পেশায় একজন দিনমজুর। পলাশবাড়ি এলাকার এক বাসায় ভাড়া থাকেন।
এসআই ফরহাদ জানান, ‘সম্রাট ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে ডেকে ঝোপের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং সম্রাটকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।’
এ ঘটনায় আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হবে বলে জানান এসআই ফরহাদ।