নার্সদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা সিপিবি’র
প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৭:৩৮
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে ১ জুন আন্দোলনরত নার্সদের ওপর পুলিশের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নার্সরা তাদের দাবি-দাওয়া নিয়ে গণতান্ত্রিক পথেই আন্দোলন করে আসছে। কিন্তু সরকার তাদের দাবি-দাওয়ার ব্যাপারে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু যখন আন্দোলনের কর্মসূচি চলছিল, তখন সরকারের পেটোয়া পুলিশবাহিনী আন্দোলনকারী নার্সদের ওপর বর্বর হামলা চালিয়েছে। এই হামলায় সরকারি দলের পেটুয়া বাহিনীও যোগ দেয়। শুধু লাঠিচার্জ করেই পুলিশ ক্ষান্ত হয়নি, জলকামান ও গরম পানিও ব্যবহার করছে। পুলিশের নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে, পুলিশের হামলায় একজন নার্সের গর্ভপাত পর্যন্ত ঘটেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া আহত নার্সদের ওপরও পুলিশ হামলা করেছে এবং চিকিৎসা নিতে অনেককে বাধা দিয়েছে। আহত শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ মামলা করছে বলে জানা গেছে।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে ক্রমশই সংকুচিত করছে। সরকারের জনবিচ্ছিন্নতা যত বাড়ছে, সরকার ততই পুলিশের ওপর নির্ভর হয়ে পড়ছে। গণতান্ত্রিক পথে না গিয়ে সরকার হামলা করে আন্দোলন দমন করতে চাইছে। হামলা-মামলা করে ন্যায়সঙ্গত আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণ গণআন্দোলনের মাধ্যমেই সরকারের সব হামলা-নির্যাতনের জবাব দেবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে নার্সদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়া এবং নার্সদের ওপর হামলার বিচার ও সরকারি খরচে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার দাবি জানান।