বাগেরহাটে ৩ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:১৫
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ষাটগম্ভুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর এই তিনটি ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
হজরত খানজাহান (রহ:) মাজার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিক ভাবে এই তিনটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, সরকারের ২০২১ সালকে (ভিশন) সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তিনটি ইউনিয়নকে নয়, পর্যায়ক্রমে জেলার সকল ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে।
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ, কাড়াপাড়া ও যাত্রাপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জিয়াউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল ইসলাম, ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওছার পারভিন, নারীনেত্রী রিজিয়া পারভিন প্রমুখ।