রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশ : ০১ জুন ২০১৬, ১৭:০৭

জাগরণীয়া ডেস্ক

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইবুনাল। সাজাপ্রাপ্ত আসামি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর এলাকার মকবুল হোসেন এর ছেলে মাসুদুর রহমান (৩০)। 

মামলায় অপর আসামিকে খালাস প্রদান করা হয়। ৩১ মে (মঙ্গলবার) বেলা ১২টার দিকে ট্রাইবুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালের ১০ জানুয়ারি ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী এলাকায় আলুর ক্ষেতে সকাল পৌনে ১০টার দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বনাথ দাস গুপ্ত বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মাসুদুর রহমানের স্ত্রীর জোহরা খানম রোজি মাদারীপুর জেলার কানকিনি আবুল হোসেন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ২০০৭ সালে রোজীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের মাসুদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর রোজী জানতে পারেন মাসুদুরের সঙ্গে তার এক সহকর্মীর পরকীয়া আছে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বেশ কয়েকবার বাকবিতণ্ডা হয়। 

পরীক্ষার ফরম পূরণের টাকা আনতে রোজী কয়েক দিন আগে ঠাকুরগাঁওয়ে মাসুদুর রহমানের কাছে যাওয়ার সময় নিখোঁজ হন। ১১ জানুয়ারি পরিবার কালকিনি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় রোজির লাশের সন্ধান মেলে। এ মামলার চার্জসিটে রোজীর স্বামী মাসুদুর রহমান এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মাধাইমুড়ি এলাকার আব্দুল মজিদ এর স্ত্রী নাজমুন নাহার শিলা (২৯) এই দুইজনকে আসামি করা হয়। 

হত্যার সাথে প্রমাণ না পাওয়ায় আদালত শিলাকে খালাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত