মাকে অপমান করায় মেয়ের আত্মহত্যা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১৯:২৪

জাগরণীয়া ডেস্ক

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলায় সমিতির কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় মাকে অপমান করার জের ধরে মেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত ওই কলেজছাত্রীর নাম মিতু রানি ভৌমিক (১৮)। 

শনিবার (২৯ অক্টোবর)  উপজেলার স্বাধীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিতুর বাবার নাম ঠাকুর দাস ভৌমিক।

মিতুর মা কাজল রানি ভৌমিক জানান, ছয়মাস আগে স্থানীয় একটি সমিতির কাছ থেকে তিনি ২০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সকালে সমিতির লোকজন বাড়িতে এসে কিস্তির টাকা চান। কিস্তির টাকা দিতে না পারায় তারা তাকে অপমান-অপদস্ত ও হুমকি-ধামকি দেন। প্রয়োজনে রক্ত বিক্রি করে, কিডনি বিক্রি করে হলেও আজকের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে বলে তাকে শাসিয়ে যান সমিতির লোকজন।

মেয়ের সামনে মাকে এমন অপমান করায় মিতু তা  সহ্য করতে না পেরে ক্ষোভে-অভিমানে ঘরে থাকা বিষের বোতল নিয়ে পান করেন। পরক্ষণেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর সোয় ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মিতুর মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত