‘সন্ত্রাসবাদ রুখতে ব্যবস্থা নিচ্ছি, আরও নেবো’
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৩
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদ রুখতে ব্যবস্থা নিচ্ছি, আরও নেবো। বাংলাদেশে কখনো সন্ত্রাসবাদের জায়গা হবে না। এছাড়া প্রতিবেশী দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাতে কখনই আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
শনিবার (২২ অক্টোবর) দুপুর সোয়া ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার নেতৃত্বে দেশ মাথা উচু করে দাঁড়াতে শুরু করে। কিন্তু ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, জাতির পিতার সন্তান হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিচ্ছি। বঙ্গবন্ধু শোষিত মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে গেছেন। ফাঁসি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি পিছপা না হয়ে দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তার দেখানো পথে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছি।
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তবে সন্ত্রাসবাদকে কোনো ক্রমেই দেশে প্রশ্রয় দেওয়া হবে না। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এছাড়া বাংলাদেশের ভূখণ্ডকে কোনো ক্রমেই সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে দেওয়া হবে না।