দুর্ঘটনা রোধে নভেম্বর থেকে ক্যাম্পেইন শুরু

প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:১৫

জাগরণীয়া ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মোবাইল ফোনে কথা বলতে বলতে সড়ক ও রেল লাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে মানুষ মারা যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ দুর্ঘটনা প্রতিরোধে তিনি পদক্ষেপ নিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দুর্ঘটনা রোধে এরইমধ্যে আমি সকল মোবাইল অপারেটর ও অ্যামটব’র সঙ্গে ব্যাক্তিগত উদ্যোগেই কথা বলেছি।

তারানা হালিম বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় টেলিফোন অপরাটেরদের সঙ্গে মিলে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন কর্মসূচি চালাবে।

আগামী নভেম্বর থেকে এই ক্যাম্পেইন কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। 

কর্মসূচিতে রাস্তা ও রেল লাইন পারাপারের সময় যাতে পথচারীরা মোবাইল ফোন ব্যবহার না করেন এ বিষয়ে প্রচারণা চালানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত