রাখাইন প্রদেশে সংঘাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:০২
মিয়ানমারের মংডুর সীমান্ত চৌকিতে রবিবারের (১৬ অক্টোবর) সন্ত্রাসী হামলার পর দুই দেশের ২৫০ জনেরও বেশি ব্যবসায়ী দু’দিকে আটকা পড়েন। মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুতে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ফাঁড়িতে সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সীমান্তবর্তী ওই এলাকায় এ নির্মম হামলার ঘটনায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ প্রকাশ।
কক্সবাজারের জেলা প্রশাসক মো:আলী হোসেন জানিয়েছেন, মংডুতে হামলার পর থেকে মিয়ানমার বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে।
ওই ঘটনায় দোষীরা যাতে পালিয়ে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে এবং সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এরইমধ্যে রাখাইন প্রদেশের দুইজন মুসলিমকে আটক করে তাদের মিয়ানমারের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে, এ অঞ্চলে সহযোগিতা বৃদ্ধি একটি আইনি কাঠামোর মধ্যে হলে সবচেয়ে বেশি ভালো হয়।