স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৪৪
রাজশাহী মহানগরীতে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে মাদকাসক্ত স্বামী। রবিবার সকালে রাজশাহী মহানগরীর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূর ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাথী ইসলাম(২৮)। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ(রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাথীর পিতা সাইফুল ইসলাম জানান, ১২ বছর আগে একই পাড়ার হাসিবুল মুন্না নামে এক ছেলের সঙ্গে সাথীর বিয়ে হয়। বিয়ের পর মুন্না মাদকাসক্ত হয়ে পড়ে। এ বিষয়টি নিয়ে প্রায় সময় তাদের দুই জনের মধ্যে ঝগড়া বাধতো।
রবিবার (১৬ অক্টোবর) সকালে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মুন্না ধারালো চাকু দিয়ে সাথীর গলায় পরপর কয়েকটি আঘাত করে। প্রতিবেশীরা সাথীর চিৎকারে ছুটে গেলে মুন্না পালিয়ে যায়।
পরে স্থানীয়রা সাথীকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সাথী হাসপাতালের আইসিউতে ভর্তি আছেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো মামলা দায়ের হয়নি। মুন্নাকে আটকের চেষ্টা চলছে।