১৩ অক্টোবর থেকে ৩ পার্বত্য জেলায় হরতাল

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন-২০১৬ বাতিল ও বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে তিন পার্বত্য জেলায় আগামী ১৩ অক্টোবর সকাল থেকে এবং ১৬ অক্টোবর সকাল পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাঙালি সংগঠনগুলো।

সংগঠনের প্রধান নেতা অ্যাডভোকেট আলম খানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায়  এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য জনগণের আন্দোলনকে উপেক্ষা করে সরকার পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী ২০১৬ আইন সংসদে পাস করার প্রতিবাদে এবং বান্দরবানের বাঙালি নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা এবং ১৬ অক্টোবর রবিবার সকাল ৬টা পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল পালিত হবে।

এছাড়া তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ এবং কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত