পাবনা জেলা পরিষদ নির্বাচনী প্রচারণায় মাহজেবিন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:৩২
পাবনা জেলা পরিষদ নির্বাচনের আমেজ এখনো দেখা যায়নি শহরে। কারো মধ্যেই তেমন প্রচারণার জোরশোর দেখা যায়নি, তবে এক্ষেত্রে ব্যতিক্রম বর্তমান ঈশ্বরদী উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া।
তিনি একমাস আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি পাবনা জেলার বিভিন্ন উপজেলায় সফর করছেন এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করছেন।
এ ব্যাপারে তিনি বলেন, আমি দায়িত্ব নিয়ে পাবনা জেলায় কাজ করতে চাই। আমাদের এই জেলা সবদিক থেকে অগ্রসর জনপদ হিসেবে পরিচিত। এখানে সঠিক নেতৃত্বের মাধ্যমে অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব।
মাহজেবিন শিরিন পিয়া ভাইস চেয়ারম্যানের পাশাপাশি ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলালীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়া ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।