গাজীপুরে নিহত ৭ ‘জঙ্গি’র পরিচয় জানানোর অনুরোধ

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১৩:০৪

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের পাতারটেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির পরিচয় জানানোর অনুরোধ করেছে ডিএমপি। রবিবার (০৯ অক্টোবর) ডিএমপির ওয়েব  পোর্টালে সাতজনের ছবি প্রকাশ করে তাদের প্রকৃত নাম-পরিচয় জানাতে অনুরোধ করা হয়।

তাঁদের প্রকৃত পরিচয় জানলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়, জঙ্গিরা বিভিন্ন সময় ও জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। তদন্তের স্বার্থে তাঁদের প্রকৃত পরিচয় জানা জরুরি।

শনিবার (০৮ অক্টোবর) গাজীপুরের হারিনাল এলাকায় র‍্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এর কিছুক্ষণ পরে পাতারটেকের আরেকটি বাড়িতে অভিযান চালায়  পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ওই বাড়িতে অভিযানে নব্য জেএমবির প্রধান আকাশসহ সাতজন নিহত হয়।

একই দিন টাঙ্গাইল পৌরসভার কাগমারা মির্জামাঠ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরো দুই জঙ্গি নিহত হয়। কিছু জঙ্গির নাম জানা গেলেও এগুলো  সঠিক নয় জানিয়ে তদন্তের স্বার্থে তাঁদের প্রকৃত পরিচয় জানাতে এই অনুরোধ করে ডিএমপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত