আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৬ মে ২০১৬, ১৩:৪৪
জি-সেভেন সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হন।
জাপানের ইসেসিমা’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়।
সফরে জি-সেভেনভুক্ত দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রী জি-৭ আউটরিচ লিডারদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেবেন এবং সেখানেও বক্তৃতা করবেন।
প্রধানমন্ত্রী ওইদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করবেন।
এছাড়াও ২৮ মে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন ও ২৯ মে বাংলাদেশে জাপানের বিনিয়োগ নিয়ে সে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।