চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৮
জাগরণীয়া ডেস্ক
চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামে পুকুর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ঐ নারীর নাম রেহেনা বেগম (৫০)। গ্রামবাসীরা জানায় রেহেনা বাকপ্রতিবন্ধী ছিলেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেহেনা বেগমের মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন রেহেনা। বুধবার সকালে হানুরবাড়াদী গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।