রাজশাহীতে এক কেজি হেরোইনসহ নারী আটক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০১:১৭
রাজশাহীতে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুন (৫০) নামে এক নারীকে আটক করেছে র্যাব। ৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাবলাবনা গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালায়। এ সময় এক কেজি হেরোইনসহ মেরিনা খাতুনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেছেন-দীর্ঘদিন ধরে তিনি হেরোইন চোরাচালানের সঙ্গে জড়িত। তাকে আটকের ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।