চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩৯
চুয়াডাঙ্গা ৬ বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার মূল্যের ৪৭ হাজার ২৮০ টি ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট আটক করেছে।
৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে মাগুড়া জেলা শহরের পাকা রাস্তার উপর এস এ পরিবহনের একটি কাভার্ডভ্যান তল্লাশী করে বিজিবি সদস্যরা এসব ট্যাবলেট আটক করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল আমির মজিদ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মো. শওকত আলী গোপন সূত্রে সংবাদ পেয়ে ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলার মাগুরা সদর থানার পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় যশোর থেকে ছেড়ে আসা এসএ পরিবহনের (কুরিয়ার) একটি কাভার্ডভ্যান দাড় করিয়ে তল্লাশী করে বিজিবি অবৈধ ভারতীয় ৪৭ হাজার ২৮০টি যৌন উত্তেজক ট্যালেট সেনেগ্রা উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত যৌন উত্তেজক ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৭ লাখ ২৮ হাজার টাকা।