আগামীকাল থেকে ট্রেনের ফিরতি টিকিট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৭

জাগরণীয়া ডেস্ক

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি। 

সোমবার (৫ সেপ্টেম্বর)থেকে টিকিট বিক্রির দিন নির্ধারণ করা হলেও শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) টিকিট বিক্রির দিন ধার্য করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। বুধবার (৭ সেপ্টেম্বর) এ ১৬ সেপ্টেম্বর এর ফিরতি টিকিট, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ ১৭ সেপ্টেম্বর এর ফিরতি টিকিট, শুক্রবার(৯ সেপ্টেম্বর) ১৮ সেপ্টেম্বর এর ফিরতি টিকিট এবং শনিবার (১০ সেপ্টেম্বর)এ পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর এর ফিরতি টিকিট।

এ বিষয়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ট্রেনের ফিরতি টিকিট পাওয়া যাবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এই টিকিট বিক্রি হবে। 

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত