মাদারীপুরে পঙ্গু ভিক্ষুককে গণধর্ষণের অভিযোগ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩২
মাদারীপুরের শিবচরে (৩২) নামের এক পঙ্গু ভিক্ষুককে গণধর্ষণের শিকার হতে হয়েছে। তাকে ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
উপজেলার ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর ধারে কুচরিপানা থেকে অসহায় এক পঙ্গু ভিক্ষুককে অচেতন অবস্থায় দেখতে পায় জেলেরা। পরে এক ভ্যান চালক তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে অভিযোগ করে বলেন, রাত সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ্চরের রাস্তার পাশের একটি দোকানের পাশে বসে ভিক্ষা করছিলাম। হঠাৎ ৪/৫ যুবক আমাকে জোড় করে পাঁচ্চর রাস্তার পাশে ব্যঙ্গচোরা এলাকার একটি বাগানের মধ্যে নিয়ে গণধর্ষণ করে।
জানাগেছে, পঙ্গু ওই নারী তিন সন্তানের জননী। সাভারের তার স্বামীর বাড়ি। কিন্তু শিবচরের কাচিকাটা গ্রামের তার বাবার বাড়ি। গত তিন/ চার বছর আগে সড়ক দুর্ঘটনা পর পর ডাক্তার তার ডান পা কেটে ফেলে। তখন থেকে সে মাদারীপুরের শিবচর উপজেলার (বাবার বাড়ি) এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মো. মাহফুজুর রহমান জানান, ওই নারীকে অচেতন অবস্থায় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক ভ্যান চালক হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা শেষে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর থানার কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, অসুস্থ অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।