শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:০০
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছার খবরে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের নেতাকর্মীরা ছাড়াও এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।
শনিবার (৩ সেপ্তেম্বর) সন্ধ্যা সাতটায় এই কর্মসূচি শুরু হয়েছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন, ফাঁসি কার্যকর করার খবর না আসা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
অবস্থান কর্মসূচি বিষয়ে ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করছি আজ রাতেই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করা হবে। এ জন্য বরাবরের মতোই আমরা শাহবাগে অবস্থান নিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান এইচ সরকার বলেন, যেহেতু মীর কাসেম আলী অগাধ ধন-সম্পদের মালিক; এ জন্য আমাদের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় এখন আর নেই। আশা করি, তাঁর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে সব সংশয় দূর হয়ে যাবে।
ইমরান এইচ সরকার আরও বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হলে জামায়াত নিষিদ্ধের দাবি এগোবে আরও একধাপ। কারণ, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী জামায়াতের সবচেয়ে বড় অর্থের জোগানদাতা।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র জানান, ফাঁসি কার্যকরের ঘোষণা আসার পর জাতীয় পতাকা নিয়ে একটি আনন্দমিছিল করবে গণজাগরণ মঞ্চ।
শাহবাগে এখন বক্তৃতা, গাঁদা ফুল দিয়ে মানচিত্র অঙ্কন, স্লোগান প্রভৃতি কর্মসূচি পালন করা হচ্ছে।