প্রাণভিক্ষা চাইবেন না রাজাকার মীর কাসেম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯

জাগরণীয়া ডেস্ক

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজাকার মীর কাসেম।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে আইজি প্রিজন ব্রি. জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সব বিচারিক প্রক্রিয়ার নিষ্পত্তি হওয়ায় কৃতকর্মের জন‌্য অনুশোচনা প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়াই ছিল জামায়াতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের প্রাণ বাঁচানোর শেষ সুযোগ।

এ বিষয়ে জেল সুপার প্রশান্ত কুমার বলেন, “প্রাণভিক্ষা চাইবেন কিনা এ নিয়ে দুপুরে মীর কাসেমকে আমরা জিজ্ঞাসা করেছিলাম। তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইবেন না। আমরা বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি।” 

এর আগে গত বুধ ও বৃহস্পতিবার তার কাছে প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি ভাবার জন্য সময় চান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত