মাদারীপুরে ট্রলারডুবিতে এখনও ২ নারী নিখোঁজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৬, ১২:৩৭

জাগরণীয়া ডেস্ক
ফাইল ছবি

মাদারীপুর সদর উপজেলার উকিলবাড়ী এলাকায় কুমার নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় দুই নারী এখনোও নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

নিখোঁজ দুই নারী হলেন- জেলার রাজৈর উপজেলার আরুয়াকান্দি গ্রামের ননী বাড়ৈ (৪৫) ও সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের সুচিত্রা বাড়ৈ (৬৫)।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৮টায় যাত্রীবাহী ছোট ট্রলারকে বিপরীত দিক থেকে আসা বড় একটি ট্রলার ধাক্কা দেয়। এতে ছোট ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি কয়েকজনকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।

এ ঘটনায় আহত সদর উপজেলার কলাগাছিয়া গ্রামের শুকচান বালার স্ত্রী ভানু মতিবালাকে (৬০) মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিখোঁজ দুজনকে উদ্ধার প্রসঙ্গে মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, সকাল থেকে মাদারীপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৫ সদস্যের একটি দল এবং খুলনা নৌবাহিনীর ১৩ সদস্যের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া গেছে। এটি উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত