নোয়াখালীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ১৮:৩২

জাগরণীয়া ডেস্ক
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার মরিয়মী বেগম (৩৪) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২৭ এপ্রিল (সোমবার) রাত ৮টার দিকে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মরিয়মী উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বেগম উত্তর রামনারায়ণপুর গ্রামের প্রবাসী ফেয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর ভাশুর (স্বামীর বড় ভাই) শাহজাহান সাজু পরিবারসহ পলাতক।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে ২৭ এপ্রিল (সোমবার) বিকেল ৪টার দিকে মরিয়মীর সঙ্গে তাঁর ভাশুর শাহজাহান সাজুর বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শাহজাহান ক্ষিপ্ত হয়ে দা নিয়ে মরিয়মীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যান শাহজাহান। পরে তাঁর পরিবারের অন্য সদস্যরাও বাড়ি থেকে চলে যান। বাড়ির অন্যরা মূমূর্ষ অবস্থায় মরিয়মীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, ওই নারীর শরীরে ধারালো কিছু দিয়ে এলোপাতাড়ি কোপানোর চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত