বিশ্ব শ্রবণ দিবসে র‌্যালি

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ২২:৩২

জাগরণীয়া ডেস্ক

আজ বিশ্ব শ্রবণ দিবস। দিবসটি উপলক্ষে ‘জীবন শ্রবণের তরে, বধিরতা যেন তোমায় সীমিত না করে’ স্লোগানে র‌্যালি করেছে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট।

০৩ মার্চ (মঙ্গলবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে গরিব বধির রোগীদের মধ্যে বিনামূল্যে শ্রবণ সাহায্য সামগ্রী বিতরণ করা হয়।

র‌্যালিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান ও জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আবু হানিফ ও শ্রবণ প্রতিবন্ধীসহ ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, দেশে ৫৭ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন। এর মধ্যে শব্দদূষণের কারণে শহর এলাকার মানুষের শ্রবণশক্তি বেশি নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রবণজনিত সমস্যা সম্পর্কে মানুষকে জনসচেতন করতে প্রতি বছর ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস উদযাপন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত