বোন-কন্যাকে নিয়ে শেখ হাসিনার সেলফি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১
জাগরণীয়া ডেস্ক
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী পরিদর্শনের এক ফাঁকে বঙ্গবন্ধুকন্যা এই সেলফি তোলেন। তাদের হাস্যোজ্জ্বল সেলফি তোলার মুহূর্ত ফ্রেমবন্দি করেন এবিএম আখতারুজ্জামান।
দারুণ এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই ছড়িয়ে পড়েছে অনলাইনে। স্বাধীন বাংলাদেশের স্থপতির পরিবারের তিন প্রজন্মের এ সেলফি শোভা পাচ্ছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ তাদের কভার ফটোও বানিয়েছেন ছবিটি।