যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার ঘটনায় বার্নিকাটের শোক

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৬, ২০:০৯

জাগরণীয়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাম ও তাঁর সহকারীকে হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

রবিবার (১৪ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে এ বিষয়ে খুদেবার্তার মাধ্যমে  বার্নিকাট এ শোক প্রকাশ করেন।

টু্ইটারে তিনি লিখেছেন, ইমাম আকঞ্জি ও তারাউদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত। সহিংসতায় কখনোই সমস্যার সমাধান হতে পারে না।

নিউইয়র্কের কুইন্সে আল-ফুরকান জামে মসজিদ থেকে জোহরের নামাজ শেষে ফেরার পথে ইমাম মাওলানা আলাউদ্দিন আকনজি (৫৫) ও তাঁর সহকারী তারা মিয়া (৬৪) দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে দুজনকে পেছন দিক থেকে গুলি করা হয়।

এ ঘটনায় স্থানীয় মুসলমানরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে নিউইয়র্কে বসবাসকারী বাঙালিরাও এ ঘটনার প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত