মশা নিধনে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ : ১৪ জুলাই ২০১৯, ১৮:৩৩

জাগরণীয়া ডেস্ক

রাজধানীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহনের জন্য দুই সিটি করপোরেশনকে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

১৪ জুলাই (রবিবার) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মাদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পাশাপাশি ঢাকা দুই সিটির নাগরিকদের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ এ ধরনের রোগে আক্রান্ত হওয়া বন্ধে এবং এডিস মশা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে রুল জারি করেছেন আদালত। এ ধরনের পদক্ষেপে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহন করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। 

ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও এডিস মশা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রোণদিত হয়ে আদালত এ নির্দেশ জারি করেন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও এডিস মশা নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আগামী ২২ জুলাইয়ের মধ্যে দুই সিটি করপোশনসহ বিবাদীদের জানাতে বলা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য সচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত