কক্সবাজারে পৃথক বজ্রপাতে ভাইবোনসহ নিহত ০৩

প্রকাশ : ২০ মে ২০১৯, ১১:৪০

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজারে রামু ও উখিয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় ভাইবোনসহ মোট তিনজন নিহত হয়েছে। 

নিহতদের মধ্যে রামুর খুনিয়াপালং কালারপাড়ায় ফাতেমা বেগম (১৬) ও মুহাম্মদ আকরাম (২) নামে দুই ভাইবোন ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ৫-এ আবদুস শুক্কুর (৫৩) নামে এক রোহিঙ্গা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

১৯ মে (রবিবার) দুপুরে পৃথকভাবে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া তুলাবাগান এলাকায় বজ্রপাতে একই পরিবারের ০৫ জন আহত হন। এদের মধ্যে দুই ভাইবোন ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, একই সময়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প ৫ এর চাঁদমিয়া ছড়া খেলারমাঠ এলাকায় বজ্রপাতে মারা যান রোহিঙ্গা আবদুস শুক্কুর (৫৩)। এ সময় আরো দুজন রোহিঙ্গা শরণার্থী গুরুতর আহত হন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত