চিকিৎসক আকাশের আত্মহত্যা: মিতুর জামিন আবেদন খারিজ
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ১৩:৪৭
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
৭ এপ্রিল (রবিবার) মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত মিতুর জামিন নামঞ্জুর করেন।
মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, তানজিলা হক চৌধুরী মিতুর জামিন চেয়ে আবেদন করেছিলেন তার আইনজীবীরা। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করে দেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ভোরে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার নিজ বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ। আত্মহত্যার আগে ফেসবুকে আকাশ স্ত্রীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান। এ ঘটনায় চিকিৎসক আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আকাশের মা জোবেদা খানম স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন- তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক, বোন সানজিনা আরিশা, বন্ধু ডা. মাহবুব ও প্যাটেল। এছাড়া ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত ৩১ জানুয়ারি রাতেই তানজিলা হক চৌধুরী মিতুকে তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর থেকে কারাগারে রয়েছেন মিতু।