ছাদ ধসে ছাত্রীর মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১৮:৩৬

জাগরণীয়া ডেস্ক

বরগুনার একটি বিদ্যালয়ের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরার নিহত হওয়ার ঘটনায় পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে।

৭ এপ্রিল (রবিবার) হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রিট আবেদনে আহতদের যথাযথ চিকিৎসায় ব্যবস্থা নিতে ও তাদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন জরিপ করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

উল্লেখ্য, বরগুনার পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ এপ্রিল (শনিবার) দুপুরে ক্লাস চলার সময় ছাদের একটি বিম ভেঙে পড়লে মানসুরাসহ চার শিক্ষার্থী আহত হন। তবে মাথায় আঘাত লাগায় হাসপাতালে নেয়ার আগেই মানসুরার মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও পাঁচজন। তারা হলেন, রুমা, সাদিয়া, ইসমাইল, রোজমা ও শাহীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত