‘কোনো কার্যক্রমে ফসলি জমি নষ্ট করা যাবে না’

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৩:০৮

জাগরণীয়া ডেস্ক

আমাদের শিল্পায়ন যেমন দরকার তেমন-ই কৃষি জমিও লাগবে। ভবিষ্যতেও কোনো কার্যক্রমে ফসলি জমি নষ্ট করা যাবে না- বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ এপ্রিল (বুধবার) সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রামের মীরসরাইয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে’র উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য কাজ করি, সেই মানুষকে কষ্ট দেয়ার জন্য না। এক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের যেনো কষ্ট না হয়। সে দিকে নজর দিতে হবে। তাই জমি অধিগ্রহণের ক্ষেত্রে ফসলি জমি নষ্ট হচ্ছে কি-না এ বিষয়ে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, কোন ফসলি জমি সরকার নিবে না। মিরসরাই ইকোনমিক জোন চরাঞ্চলে হচ্ছে। সেখানে কোনো ফসলি জমি নেয়া হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের ক্ষতিপূরণ সঙ্গে সঙ্গে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের জমির তিনগুন দাম দেয়া হচ্ছে। আর তারা টাকা তো পাবে-ই তাদের বিকল্প জায়গার ব্যবস্থাও করতে হবে সংশ্লিষ্টদের। 

এছাড়া এসব অর্থনৈতিক অঞ্চলগুলোতে ১৬ টি বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমের উদ্বোধন ও ২০টি শিল্প কারখানার ভিত্তিস্থাপন করেন তিনি। একই সঙ্গে আরও ৫ চলমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত