নওগাঁয় দই খেয়ে এক পরিবারের ০৩ জনের মৃত্যু

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ২১:১০

জাগরণীয়া ডেস্ক

দই খাওয়ার পর সন্তানসহ এক দম্পতির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।  মৃতরা হলেন-অর্জুন কুমার (৩০), তার স্ত্রী পিথি (২০) ও তাদের শিশুছেলে অরণ্য (৩)।

৩০ মার্চ (শুক্রবার) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকদোহালি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রথমিক তদন্ত শেষে  মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার রাতে দই নিয়ে বাসায় ফেরেন অর্জুন। শিশু অরণ্য দই খাওয়ার পর পরই কান্না করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। এসময় অসুস্থ হয়ে পড়েন পিথিও, অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অর্জুনকে। পিথির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে প্রথমে পিথিকে বমি করানোর চেষ্টা করেন এবং পরে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে মারা যান পিথি। অরণ্য ও অর্জুনের অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে রাত আড়াইটার দিকে শিশু অরণ্য মারা যান। অর্জুনকে রাতেই রাজশাহী মেডিকেলে নেয়া হলে সেখানে তিনি মারা যান। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে,  বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু ঘটেছে। তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা বা অন্য কোনো তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত