'বিশ্বের ৩ জন মানবতাবাদী নেতার মধ্যে শেখ হাসিনা'

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৪:২৬

জাগরণীয়া ডেস্ক

বিশ্বের তিনজন মানবতাবাদী নেতার মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডামা ডিয়েং। 

২৪ মার্চ (রবিবার) বাংলাদেশ ইনস্টিটউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে গণহত্যা: ১৯৭১’ -শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেমিনারে জাতিসংঘের এ বিশেষ উপদেষ্টা বলেন, বিশ্বের তিনজন মানবতাবাদী রাষ্ট্র প্রধানদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। অন্য দুজন হলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। 

তিন নেতার প্রশংসা করে অ্যাডামা ডিয়েং বলেন, ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একইসাথে সিরিয়ার লাখ লাখ শরণার্থীদের নিজ দেশে আশ্রয় দিয়ে তাদের জীবন বাঁচিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আর নিউজিল্যান্ডের মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলার পর দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন মুসলিমদের প্রতি যেভাবে সংহতি প্রকাশ করেছেন, তা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত