স্কুলছাত্রীদের ইভটিজিং: তিন বখাটেকে কারাদণ্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৬:৩৮

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জিআর ইনিস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৮ মার্চ (সোমবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার আমিনপুর এলাকার ছোবহান মিয়ার ছেলে মো. শাহীনকে (২০) তিনমাস, একই এলাকার মাইন উদ্দিনের ছেলে শিমুলকে (২১) চার মাস ও দিঘিরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহকে (২০) তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, উপজেলার পানাম এলাকার জিআর ইনিস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবত ছাত্রীদের উত্ত্যক্ত ও হেনস্থা করে আসছিল ঐ তিন বখাটে যুবক। অভিভাবক ও শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত