চকবাজার অগ্নিকাণ্ড: শোক পালন করছে জাতি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩০

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত লোকজনের আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। 

২৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। 

এর আগে ২৪ ফেব্রুয়ারি (রবিবার) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।

খবর পেয়ে এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। 

ওই অগ্নিকণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত ৪৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত