ভারতে পাচার হওয়া ২৬ নারী-শিশু দেশে আসছে বৃহস্পতিবার

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৮

জাগরণীয়া ডেস্ক

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ২৬ নারী ও এক শিশুকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে যৌথভাবে তাদের তুলে দেবেন।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বাংলাদেশিদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে জানান, পাচার হওয়া ঐসকল নারীরা এরই মধ্যে পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন। যদি পাচারকারীদের শনাক্ত করে তারা মামলা করতে চায় তাহলে তাদের আইনি সহায়তা দেয়া হবে।

ফেরত আসা নারী-শিশুরা হলেন-ঠাকুরগাঁওয়ের পারুল বেগম, রাজবাড়ির সীমা আক্তার, গাজীপুরের নাজমা আক্তার, নড়াইলের আসমা খাতুন, মুছকান, সোহানা আবিদ, মুন্নি আক্তার, সুমি আক্তার, মাহামুদা বেগম, টাঙ্গাইলের রিয়া, নারায়ণগঞ্জের ফারজিনা সরদার, খুলনার খুশি গাজি, লাবুনি আক্তার, রাফিজা, রেহেনা, ইতি খাতুন, সাবানা ইব্রাহিম শেখ, বৃষ্টি আক্তার, ময়মনসিংহের লিজা হালিম আক্তার,শরিফা আক্তার, সাতক্ষীরার শিরিনা জাহাঙ্গীর,শাহানা ফেরদৌস, যশোরের জামিলা, মায়া ও ভোলার হালিমা।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করবে। পরে এক সপ্তাহের মধ্যে এসব নারী-শিশুদের নিজ পরিবারের কাছে এনজিও কর্মকর্তারা তুলে দেবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত