ডাস্টবিনে মানবভ্রুণ: চিকিৎসকসহ বরখাস্ত ০২

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০১

জাগরণীয়া ডেস্ক

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ময়লার স্তুপে মানবভ্রুণের মরদেহ ও মানবদেহের সংরক্ষিত বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় চিকিৎসকসহ ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এরা হলেন-শেবাচিম হাসপাতালের গাইনি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহান বেগম এবং ওয়ার্ডের নার্স ইনচার্জ জোৎসা আক্তার। 

১৮ ফেব্রুয়ারি (সোমবার) রাতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া এ ঘটনায় ০৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি (সোমবার) রাত পৌনে ৯টার দিকে পরিচ্ছন্ন কর্মীরা এসব মরদেহ দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হয়। হাসপাতালের এক ওয়ার্ড মাস্টার জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের ব্যবহারিক কাজে এসব মরদেহ সংরক্ষণ করার কথা। উদ্ধার করা নবজাতকের মরদেহের সংখ্যা ২২টির অধিক হতে পারে।

এদিকে মানবভ্রুণ উদ্ধারের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে জরুরি বৈঠকে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত