অরিত্রীকে আত্মহত্যা প্ররোচনা: পেছালো তদন্ত প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

জাগরণীয়া ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর মৃত্যুতে ‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে প্রতিষ্ঠানটির তিন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন এর তারিখ পিছিয়েছে। ১১ ফেব্রুয়ারি (সোমবার) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, সোমবার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর স্কুলে মা-বাবার অপমান সহ্য করতে না পেরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় শিক্ষার্থী অরিত্রী অধিকারী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন রাজধানীর পল্টন থানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত