চিত্রা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

জাগরণীয়া ডেস্ক

বাগেরহাটে চিত্রা নদী থেকে আইরীনা বেগম (৪৫) নামে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

০৩ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলার খিলিগাঁতি গ্রামের চিত্রা নদী থেকে আইরীনার মরদেহ উদ্ধার করা হয়। আইরীনা ওই এলাকার কৃষক কামাল হোসেনের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ জানান, গত ০১ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে বাড়ির পাশের চিত্রা নদীতে থালা-বাসন ধুতে গিয়ে নিখোঁজ হয় আইরীনা। ২ ফেব্রুয়ারি (শনিবার) রাত ৮ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঐ গৃহবধূর নিখোঁজের সংবাদ পায় বাগেরহাট ফায়ার সার্ভিস।

এরপর ০৩ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ৮ টার দিকে বাগেরহাট ও খুলনা ফায়ার সার্ভিস ডুবুরি দল চিত্রা নদীতে ঐ গৃহবধূর জন্য তল্লাশি শুরু করে। প্রায় পৌনে পাঁচ ঘণ্টা পর নদীতে ভাসমান অবস্থায় আইরীনার মরদেহ পাওয়া যায়।    

চিতলমারী থানার ওসি অনুকুল চন্দ্র সরকার জানান, শনিবার আইরীনার শ্বশুরের পক্ষ থেকে পুলিশকে তার নিখোঁজের সংবাদটি দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা পিছলে পড়ে নদীতে ভেসে যায় আইরীনা। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত