‘শিক্ষাক্ষেত্রে সব নৃগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার’

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৪:৫১

জাগরণীয়া ডেস্ক

শিক্ষাক্ষেত্রে সব নৃগোষ্ঠীর সমান সুযোগ নিশ্চিতে কাজ করছে সরকার-বললেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীয় কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানকালে তিনি একথা বলেন।

শিক্ষাকে অধিকার হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা পিছিয়ে আছেন, তাদের শিক্ষা-দীক্ষা এবং আর্থ-সামাজিকভাবে যেন তারা উন্নত হতে পারেন, সেই উদ্যোগ সরকার নিয়েছে।  তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’

আগত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন আধুনিক যুগ, সবাই আধুনিক পোশাক পরে। আমাদের এই ছেলেমেয়েরা নিজ নিজ গোষ্ঠীর পোশাক পরে এসেছে। বিশেষ দিনে নিজেদের পোশাক পরলে স্বকীয়তা প্রকাশ পায়। সেজন্য সবাইকে ধন্যবাদ।’

দেশের প্রায় ৫৫টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের জীবনমান কিভাবে উন্নত করা যায় এবং সেই লক্ষ্যেই আমরা কিছু বিশেষ এলাকা নিয়ে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছি। এজন্য বাজেটেও আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত