কুমিল্লার মামলায় খালেদার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:১৯

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আগামী ৪ ফেব্রুয়ারি মধ্যে নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২৩ জানুয়ারি (বুধবার) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়া পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি বিচারিক আদালতে নিষ্পত্তি করা নির্দেশ দেন।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত