'বিয়ের প্রলোভন দেখিয়ে' ধর্ষণ, আত্মহত্যার চেষ্টা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:০২

জাগরণীয়া ডেস্ক

'বিয়ের প্রলোভন দেখিয়ে' ধর্ষণের পরে মারধর করে তাড়িয়ে দেওয়ায় নদীতে ঝাঁপিয়ে পড়ে এক তরুণী (২১) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ জানুয়ারি (রবিবার) রাতে ঢাকার সাভার উপজেলায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে আত্মহত্যার চেষ্টা করা তরুণীর বাড়ি দিনাজপুরে। তিনি সাভারে বোনের বাসায় থেকে বিউটি পার্লারে কাজ করেন। 

তরুণীর অভিযোগ, বছরখানেক আগে একজন সহকর্মীর মাধ্যমে হৃদয় নামের এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে হৃদয় তাকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। সর্বশেষ রবিবার রাতে হৃদয় তাকে বিয়ে করার কথা বলে সাভারে তার বাসায় যেতে বলে। রাত নয়টার দিকে সেখানে গেলে তাকে ধর্ষণ ও মারধর করে বের করে দেয় হৃদয়। এরপর ক্ষোভে-অপমানে আত্মহত্যা করতে তিনি বংশী নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যান।

সাভার মডেল থানার উপপরিদর্শক আবিদ হোসেন খান বলেন, ২১ জানুয়ারি (সোমবার) হৃদয়ের বিরুদ্ধে মামলা করেছেন ঐ তরুণী। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত