সড়ক ভবনের কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৯, ১২:১২

জাগরণীয়া ডেস্ক

সড়ক ভবনের কার্যভিত্তিক একজন কার্যসহকারী মো. কামাল আক্তারুজ্জামান ও তার স্ত্রী শাহিনুর বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুটি আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর রমনা থানায় মামলা দুটি করেন সংস্থার সহকারী পরিচালক ফারুক আহমেদ। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, সড়ক বিভাগের কার্যভিত্তিক কার্যসহকারী মো. কামাল আক্তারুজ্জামান দুর্নীতির মাধ্যমে ১ কোটি ১৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণিতে প্রায় ৯৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২৮ লাখ টাকার ঋণ নেওয়ার মিথ্যা তথ্য দিয়েছেন। 

অন্য মামলার এজাহারে বলা হয়, তার স্ত্রী শাহিনুর বেগম একজন গৃহিণী। কিন্তু স্বামীর দুর্নীতির মাধ্যমে আয় করা অবৈধ অর্থ নিজের নামে ভোগদখলে রেখেছেন। সম্পদ বিবরণিতে তিনি প্রায় ৯৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার মোট সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত