নতুন বইয়ের বদলে পুরাতন বই দেয়ায় শিক্ষিকা বরখাস্ত

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৯, ১০:২০

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জে নতুন বই লুকিয়ে রেখে শিক্ষার্থীদের মধ্যে পুরনো বই বিতরণের অভিযোগে ফাতেমা আক্তার নামে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষিকা ফাতেমা বাহুবল উপজেলার বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। একই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মহসিন মিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ১ জানুয়ারি সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়। কিন্তু ঐদিন শিক্ষার্থীদের বিভিন্ন সালের পুরনো বই দেন বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ নিয়ে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে তদন্তে নামে স্থানীয় প্রশাসন। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তারকে সাময়িক বরখাস্ত ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়। 

৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে শিক্ষার্থীদের নতুন বই বিতরণের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনসহ সংশ্নিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত