ভাষা সৈনিক বিমল রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৮, ২২:০৭
ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও যশোর জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি বিমল রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ ডিসেম্বর (শনিবার) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কীর্তিমান এ রাজনীতিবিদ আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ভাষ সৈনিক বিমল রায়ের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে, যা অপূরণীয়। এসময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
১৫ ডিসেম্বর (শনিবার) সকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিমল রায় চৌধুরী পাবনা জেলার হেমায়েতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের একটি আশ্রম কেন্দ্রীয় সৎসঙ্গের সভাপতি ছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
সূত্র: বাসস