টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে পোশাককর্মীকে হত্যার অভিযোগ

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে পাষণ্ড স্বামী হুমায়ুন কবিরের (৩৮) বিরুদ্ধে স্ত্রী কুলসুম বেগম (৩২) কে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত কুলসুম স্থানীয় পিংকি পোশাক কারখানায় চাকরি করতেন।

১০ ডিসেম্বর (সোমবার) সকালে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঐ পোশাককর্মীর স্বামী হুমায়ুন পলাতক রয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই জহিরুল বলেন, নিহত কুলসুম ময়মনসিংহের হালুয়াঘাট থানার ইউসুফ আলীর মেয়ে এবং হুমায়ুনের প্রথম স্ত্রী। তাদের দুটি সন্তান রয়েছে। কুলসুম ছাড়াও হুমায়ুনের আরও ২ স্ত্রী রয়েছেন। তিন মাস আগে কুলসুমের সঙ্গে হুমায়ুনের বিবাহ বিচ্ছেদ হয় কিন্তু সম্প্রতি হুমায়ুন কুলসুমকে ফিরিয়ে নিতে চেয়েছিলেন। এরই জেরে সোমবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার কিছুক্ষণ পর কুলসুমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত