নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

প্রকাশ : ২৪ মে ২০১৬, ১৫:৪৪

জাগরণীয়া ডেস্ক

নড়াইলের এড়েন্দায় সড়ক দুর্ঘটনায় কেয়া (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। এ সময় নিহতের ছোট ভাই গুরুতর আহত হয়। ঘটনার পর উত্তেজিত জনতা কালনা-নড়াইল মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে।

নিহত কেয়া কাশিপুর ইউপির এড়েন্দা গ্রামের কেরামত মোল্যার মেয়ে ও ঈশানগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার (২৩ মে) সন্ধ্যায় কেয়া তার ছোট ভাই রাকিব (৫) কালনা-নড়াইল মহাসড়কের বসুপটি কমিউনিটি ক্লিনিকের সামনে দাঁড়িয়েছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। স্থানীয়রা কেয়া ও রাকিবকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কেয়াকে মৃত ঘোষণা করে। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা কালনা-নড়াইল মহাসড়কের বসুপটি কমিউনিটি ক্লিনিকের সামনে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যানবাহন বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে শতাধিক গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত