গ্যাসলাইন বিস্ফোরণ, দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৫:৩৪

জাগরণীয়া ডেস্ক

আশুলিয়ায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

৩ নভেম্বর (শনিবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এ ঘটনায় দগ্ধ আরব আলীর স্ত্রী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, গ্যাসলাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনায় ঐ নারীর শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছিল। সকালে তার মৃত্যু হয়েছে।

এর আগে ২ নভেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের পাশে বেড়ন এলাকার মানিকগঞ্জ পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঐ এলাকার আব্দুল হামিদের দোতলা ভাড়া বাড়ির নিচতলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে বাড়ির লোকজন রান্না করার জন্য আগুন ধরানোর চেষ্টা করতেই পুরো বাড়িতে আগুন ধরে যায়। এ সময় মুহূর্তের মধ্যে বিকট শব্দে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দগ্ধ হন বাড়িতে থাকা একই পরিবারের পাঁচ সদস্য। 

দগ্ধ অন্যরা হলেন- আরব আলী তরফদার (৪৫), তার ছেলে আবদুর রব (২৫), রবের স্ত্রী রিপা আক্তার (২০), তাদের দেড় বছরের মেয়ে আয়শা আক্তার। তাদের সবার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার গোয়ালপাড়া গ্রামে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত