পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মাটিচাপা, গ্রেপ্তার ২

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

পাওনা টাকা চাওয়ায় ঝর্ণা রানী দাস (৪৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দেয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মনোয়ারা বেগম ও তার আত্মীয় উজ্জ্বল ইসলাম। 

নিহত ঝর্ণা বাসাইল সদরের রায় বাড়ির সুনিল দাসের স্ত্রী।

২৮ অক্টোবর (রবিবার) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পূর্ব বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে। এদিন দিবাগত রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান,  রবিবার সকালে ঐ এলাকার সাহাদতের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়িতে পাওনা দুই হাজার ৬০০ টাকা চাইতে যান ঝর্ণা। এ সময় টাকা না দিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর নিজ ঘরেই মাটিচাপা দিয়ে রাখেন মনোয়ারা ও তার আত্মীয় উজ্জল ইসলাম।

এদিকে ঝর্ণা বাড়িতে না আসায় মনোয়ারার বাড়িতে খোঁজ করেন স্বজনরা। কিন্তু মনোয়ারার বাড়ি থেকে জানানো হয় ঝর্ণা সেখানে যাননি। পরে ঝর্ণার পরিবার বিষয়টি থানায় জানায়। পুলিশ ঐদিন দিনগত রাতে মনোয়ারার ঘরের মাটি খুঁড়ে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের স্বামী সুনিল বাদী হয়ে ওই দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ মনোয়ারা ও উজ্জলকে গ্রেপ্তার করেছে। 

ওসি আরও জানান, ২৯ অক্টোবর (সোমবার) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত