হোক প্রতিবাদ (ভিডিও)
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৮, ১৪:৪৩
ভিডিওটি ভালো করে দেখতে ফুলস্ক্রিন করুন
ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিবাদী এক ছাত্রীর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১১ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ফার্মগেটে এই প্রতিবাদের দৃশ্য চোখে পড়ে। জেবা সানজিদা মৌ নামে একটি ফেসবুক আইডি থেকে এরই মধ্যে ভিডিওটি প্রায় ৫ হাজার শেয়ার হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বাসে ইউনিফর্ম পরা এক ছাত্রী তার পিছনের সিটে বসা এক যাত্রীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিয়োগ এনে প্রতিবাদে সোচ্চার হয়। এসময় ঐ ছাত্রী ইভটিজিং করায় বাসের ঐ যাত্রীকে চড় থাপ্পরও মারেন ঐ সাহসী যাত্রী। সবুজ শার্ট পড়া ঐ যুবকও নিজের সাফাই গাইতে চাইলেও কেউ তার কথা শোনেনি। উল্টো বাসে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা মেয়েটির পাশে এসে দাঁড়ায়। কয়েকজন ছেলেটিকে স্যরি বলে মীমাংসা করতে চাইলেও শেষ পর্যন্ত সকলের প্রতিবাদে লোকটিকে বাস থেকে নামিয়ে দেয়। প্রতিবাদের অভাবনীয় এ দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ঐ ভিডিওটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন ফেসবুক ইউজাররা। ক্যাপশন হিসেবে অনেকেই ঐ সাহসী কিশোরীকে উদ্দেশ্য করে লিখছেন,
Today at Farmgate.
Amazing thing you experience in public transports like ours.
The whole bus supported that kid and forced the pervert to leave the bus.
এসকে মিজান লিখেছেন,
সাব্বাস বাঘেট বেটি -
জুতায় কুত্তার বিষ্ঠা মেখে ঠাস্ ঠাস্ করে দে ওর নষ্ট মননে।
ওহে মেয়ে,
শত পুস্প স্নেহ নিবেদন করলাম তর প্রতিরোধী চরনে, তরাই আমাদের আগামী বাংলাদেশ। নিজের স্বাধীনতা এভাবেই বুঝে নে সোনামনির দল।
লম্পটদের হাত ভেঙ্গে গুড়িয়ে দে মা'মনি। লজ্জা ভয় ভেঙ্গে রুখে দাঁড়া লম্পট দানবের বিরুদ্ধে।
কাজী সায়মান রাখী লিখেছেন, ঘুম থেকে উঠার পরে এইরকম একটা ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেলো৷ যৌন নিপীড়নের বিরুদ্ধে এভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এছাড়া হ্যাশট্যাগ দিয়ে অনেকেই লিখেছেন হোক প্রতিবাদ।